হিন্দু নেতার গাড়িতে আততায়ীর গুলি, অল্পের জন্যে প্রাণে রক্ষা

এই ঘটনার খবর পেতেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shooto1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত, যিনি আজমের দরগায় একটি মন্দির আছে বলে দাবি করেছিলেন, তিনি এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর কথায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এদিন আচমকায় নাকি তার গাড়িতে গুলি চালিয়েছে বলে অভিযোগ। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনার খবর পেতেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ।

bdghbj 1

এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আজমেরের এসপি বন্দিতা রানা বলেন, “তিনি তার গাড়িতে গুলি চালানোর অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি”।

এদিকে, হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত বলেন, “আমি দিল্লির দিকে যাচ্ছিলাম। আমি একটি বাইকে দুজনকে দেখতে পেলাম এবং গুলির শব্দ শোনার সাথে সাথে আমি চালককে গাড়ির গতি বাড়াতে বলি। পরে তারা পালিয়ে যায়। আজমের দরগা মামলার তদন্ত থেকে আমাকে বিরত রাখার জন্য এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এর আগেও আমাকে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু আমি ভয় পাব না”।

miuokk