নিজস্ব সংবাদদাতাঃ কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের 'বিশ্ব বাণিজ্য সংগঠন ছাড়ো' আন্দোলনের প্রতিবাদ নিয়ে তিনি বলেছেন, “আজ আমরা খানাউরি ও শম্ভু সীমান্তে বিশ্ব বাণিজ্য সংস্থার শেষকৃত্যের আয়োজন করেছি, ১৩টি রাজ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এমএসপি গ্যারান্টি আইন প্রণয়ন ও কৃষিঋণ মকুব না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)