মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির বলি ৩

ওয়াকফ বিলের প্রতিবাদে অশান্ত অগ্নিগর্ভ মুর্শিদাবাদ।

author-image
Jaita Chowdhury
New Update
Wakf bill

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ-অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে, কুপিয়ে খুন বাবা-ছেলেকে। প্রাণ গেল আরও এক কিশোরের। সুতিতে গুলিবিদ্ধ কিশোর। গুলিবিদ্ধ আরও ২ কিশোর সহ ৩ জন। সুতি-সামশেরগঞ্জে পুলিশের রুটমার্চ, BSF-এর টহল, তা সত্ত্বেও জায়গায় জায়গায় অশান্তি, হিংসার ঘটে চলেছে। দোকানে ভাঙচুর, লুঠপাট করে আগুন ধরিয়ে দেওয়া হল। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেফতারির সংখ্য়া শতাধিক। 

 

Wakf bill