নিজস্ব সংবাদদাতা: দিল্লি নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তবে তার আগে এবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি। দিল্লির দুটি আসন থেকে প্রতক্ষভাবে লড়াই করবে না বিজেপি। বরং এনডিএ গোষ্ঠীর ২ দল জেডিইউ এবং এলজেপি(আরভি)-এর জন্য আসন ছেড়ে দিল বিজেপি। দিল্লি নির্বাচনে তারা ১ টি করে আসনে প্রার্থী দেবে। জেডিইউ বুরারি বিধানসভা কেন্দ্র থেকে শৈলেন্দ্র কুমারকে প্রার্থী করেছে। দ্বিতীয় আসন দেওলি। যেখানে প্রার্থী দেবে এলজেপি(আরভি)। বিজেপির এই সিদ্ধান্তে কেন্দ্রের নেতৃত্বাধীন এনডিএ জোট আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।