নিজস্ব সংবাদদাতা : ওড়িশার কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্রীর মৃত্যু মামলায় বড় আপডেট দিল পুলিশ। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনার সুরেশ দেব দত্ত সিং জানান, ''কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি হাই পাওয়ার্ড কমিটির বৈঠক চলছে। যাদেরকে এই মামলায় তলব করা হয়েছে তারা সকলেই তাদের বক্তব্য উপস্থাপন করবেন। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'' এছাড়াও তিনি বলেন, ''যদি কোনো ছাত্র-ছাত্রী সমস্যার সম্মুখীন হন, তবে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।''