নিজস্ব সংবাদদাতা: রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি শুরু। মৌসুমী বায়ু এগিয়ে আসায় জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। অন্যদিকে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই জোড়া ফলায় উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি শুরু হল আজ থেকেই।
যা জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবারেও থাকবে একই পরিস্থিতি। টানা ৩ থেকে ৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো বাতাস। অন্যদিকে, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।