নিজস্ব সংবাদদাতা: চড়া গরমে বাইরে বেরোনো দায়। তারই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভবনা (West Bengal Weather Update)। আপাতত তাপপ্রবাহের সম্ভবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, ১৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভবনা।
/anm-bengali/media/media_files/1000070934.jpg)
এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৫০ শতাংশ।