বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া! কোন কোন জেলায় বৃষ্টি?

ভ্যাপসা গরমে নাকাল শহরবাসী। তার মাঝেই আশার বাণী শোনাল হাওয়া অফিস। হতে পারে ঝড়বৃষ্টি। কোন কোন জেলায়? জানুন আবহাওয়ার আপডেট।

author-image
Jaita Chowdhury
New Update
Weather

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: চড়া গরমে বাইরে বেরোনো দায়। তারই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ  হালকা বৃষ্টির সম্ভবনা (West Bengal Weather Update)। আপাতত তাপপ্রবাহের সম্ভবনা নেই। 

হাওয়া অফিস সূত্রে খবর, ১৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভবনা। 

Weather

এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৫০ শতাংশ।