নিজস্ব সংবাদাদাতাঃ ভারতের জন্য এবার এক দুঃখের খবর। সূত্র মারফত জানা গিয়েছে যে, চলতি বছরের প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিলেন বক্সার লভলিনা বোরগোহাইন ৷ এই সিজনে তিনি মহিলাদের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে নরওয়ের সুনিভা হফস্ট্যাডের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতেছেন।
/anm-bengali/media/post_attachments/9afeac101a58fe11918bf8e494c0289533b50691998a8a4453d98db13d4172b9.jpg?04082024111853)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, টোকিও অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/07/GettyImages-2164602173.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)