নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের প্রায় ৩০০ বিঘা কৃষি জমিতে বৃষ্টির জল জমে থাকায় চাষের কাজ করতে পারছে না স্থানীয় চাষীরা। এলাকাবাসীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা সরকারি বাঁধের মধ্যে থাকা কালভার্ট জোরপূর্বক ভেঙে দিয়ে সম্পূর্ণভাবে জল নিকাশি আটকে দিয়েছে।
ফলে কয়েকশো কৃষক পরিবার কৃষিকাজ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন। যেমন এতো জমির মাঝে অনেক কৃষক আছেন যারা ভাগচাষ করে সংসার প্রতিপালন করেন, এইসব জমির উপর নির্ভর করে বহু মানুষ মজদুরি করে সংসার প্রতিপালন করেন। এলাকায় যাদের ধান চাষের জন্য সার, কীটনাশক, কৃষি সরঞ্জামের দোকান আছে তারাও অনেক ক্ষতি গ্রস্থ হচ্ছে।
একপ্রকার এই তিনশো বিঘা জমির চাষ না হওয়ার ফলে অর্থিক ভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যাওয়ার পরে বেশ কিছু তৃণমূল নেতার দাদাগিরির ফলে বৃষ্টির জল বেরাতে পারছে না। যার ফলে প্রায় ৩০০ বিঘার বেশি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান মনীষা গুচ্ছাইত জানিয়েছেন, “আমি সমস্যার সমাধানের জন্য বহুবার ঘটনাস্থলে গেছি। কিন্তু বার বার ঐ জায়গায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার ফলে স্থায়ী সমাধান সম্ভব হয়নি। কবে হবে এই সমস্যার সমাধান, কবে এলাকার চাষীরা নিজের জমিতে চাষ করতে পারবে সেই আসায় দিন গুনছেন সকলে”।