নিজস্ব সংবাদদাতা: ওড়িশ্যার জলেশ্বর থানা এলাকার লক্ষননাথ টোল প্লাজায় গাড়ির ধাক্কায় ভয়াবহ আগুন লেগে গেল টোল প্লাজায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানা যায়।
পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, খড়গপুর থেকে বালেশ্বর যাওয়ার পথে একটি চা বোঝাই কনটেনার নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষননাথ টোল প্লাজায় ধাক্কা মারে। ধাক্কা মারার পরেই গাড়ী সহ টোল প্লাজায় আগুন লেগে যায়।
এই ঘটনায় বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে খড়গপুর বালেশ্বর রুটের যান চলাচল। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হয়। রবিবারের এই ঘটনায় টোলের লক্ষাধিক টাকার সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।