আবির মেখে উল্লাস! মুহূর্তের মধ্যে হাতাহাতি TMC-BJP-র, জড়াল পুলিশও

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি হয়ে যায়। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। এই ঘটনাটি ঘটে আজ। রইল বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmcabir

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দকুমারের দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত এলাকা। নন্দকুমার-মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

নন্দকুমার ব্লকে দক্ষিণা নারকেলদা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার সময়েই বাইরে তৃণমূল কর্মীর সমর্থকেরা আবির মেখে উল্লাসে ফেটে পড়ে। সেই সময় সময়ে বিজেপি কর্মী-সমর্থকদের সাথে তৃণমূল কর্মী-সমর্থকরা বচসায় জড়িয়ে পড়ে ও হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। জানা গেছে যে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতের মোট ১৯ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রায় ১০টি, বিজেপি পায় ৭টি, নির্দল ও সিপিএম ১টি করে আসন পায়।