নিজস্ব প্রতিবেদন : ডিভিসির ছাড়া জলে আরামবাগে যে প্লাবন প্রথমে হয়েছিল তার জেরে স্থানীয় মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আরামবাগের বেলিয়া, মলয়পুর সহ বিস্তীর্ণ এলাকা যে চাষের জমি রয়েছে সেখানে প্রায় এক মানুষের উচ্চতা সমান জল। তার মধ্যেই আবার নতুন করে বিপত্তি। ডিভিসির জলের স্রোতে ভেঙে পড়েছে রাজ্য সড়ক।
রাজ্য সড়কের কার্যত ৫০ ফুট রাস্তা জলের স্রোতে ভেসে চলে যায়। এর ফলে বর্ধমান, তারকেশ্বর যাওয়ার যে রাস্তা তা বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষের পক্ষে মলয়পুর জেলার যে হাসপাতাল এবং স্কুল-কলেজ যাওয়ার রাস্তাও কার্যত বন্ধ। যদি কোন মানুষকে যদি এক দিক থেকে অন্যদিকে যেতে হয় তাহলে তাদের যেতে হচ্ছে জল ভর্তি মাঠের উপর দিয়ে।
খানাকুলের পাশাপাশি আরামবাগের কিছু এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন। কোথাও এক কোমর থেকে এক মানুষ সমান জল। আর এই জলের পরিমাণ ক্রমশ বেড়েই চলছে আরামবাগের খানাকুল সংলগ্ন এলাকায়।