নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "বিজেপি কী করছে? এটি ৬৫% সংরক্ষণ এবং ১০% ইডব্লিউএস বাতিল করছে।
আমরা এটিকে তফসিল ৯-এ রাখার দাবি জানিয়েছিলাম। বিজেপি এটা মানেনি। আমরা আদালতের পাশাপাশি রাজপথে এর বিরুদ্ধে লড়াই করব।
বিজেপি মানে 'বড়ো মিথ্যাবাদী পার্টি'। মিথ্যা বলা, বিভ্রান্তি ছড়ানো, ঘৃণা ছড়ানো ছাড়া তাদের আর কোনও কাজ নেই।"
#WATCH | Patna, Bihar: RJD leader Tejashwi Yadav says, "What is the BJP doing? It is scrapping the 65% reservation and 10% EWS. We demanded that it be placed in Schedule 9 but BJP props up its own people in the Court in order to scrap it. So, we are party to it...We will fight it… pic.twitter.com/Y95oKznilf