নিজস্ব সংবাদদাতা : ইংল্যান্ডের লিংকনশায়ারের স্কেগনেসের কাছে একটি কারাভ্যান পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বছরের এক মেয়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লিংকনশায়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার ভোর ৩টা ৫৩ মিনিটে ইনগোলডমেলস গ্রামের গোল্ডেন বিচ হলিডে পার্কে আগুন লাগার খবর পায় তারা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল।
/anm-bengali/media/media_files/2025/04/05/1000182149-489578.jpg)
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৪৮ বছর বয়সী এক পুরুষের মরদেহ। তাদের পরিচয় নিশ্চিত করা না হলেও, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরোও জানিয়েছে যে, এখনো আগুন লাগার কারণ পুরোপুরি জানা যায়নি। তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে বিষয়টি। তারা জানিয়েছেন, "আমরা এখনো বিষয়টি খতিয়ে দেখছি এবং সব ধরনের সম্ভাবনা উন্মুক্ত রেখেই তদন্ত চলছে।" ঘটনাস্থলে এখনও দুটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।