নিজস্ব সংবাদদাতা : পাণ্ডবেশ্বর এর কুমারডিহিতে অন্যের বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে । পুলিশের ডিসি অভিষেক গুপ্তা সহ চার পুলিশ কর্মীরা ইটের ঘায়ে জগম হন।পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। সেই ঘটনায় এক দম্পতি সহ মোট ১৭জনকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে যুবক ওই মহিলার বাড়ি যায়, এরপর মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে, তার কিছুক্ষণ পরেই ওই ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । তারপরে উত্তেজনা ছড়ায় এবং পুলিশের উপর হামলা হয়। যুবকের মৃত্যু ও পুলিশের উপর হামলার ঘটনায় ওই মহিলা ও তার স্বামী সহ ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ, তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।