অপেক্ষার অবসান! বজ্রবিদ্যুত সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও

উত্তপ্ত গরমে নাজেহাল গোটা রাজ্য। খুব শীঘ্রই মিলবে বৃষ্টির দেখা। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
rain in kolkata.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে গরমের দাপট। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। তবে খুব শীঘ্রই আসতে চলেছে স্বস্তির বৃষ্টি। আগামী রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও তেমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শনিবার পর্যন্ত রাজ্যের উত্তরের দুটি জেলা বাদ দিয়ে বাকি সব জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

3

গরম আর তার দোসর তাপপ্রবাহের জেরে ব্যতিগ্রস্থ অবস্থা রাজ্যের মানুষের। সাতসকালেই রীতিমতো আগুন ঝরাচ্ছে সূর্য। আর তা চলছে দিনভর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার (৫ মে) রাজ্যের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টি হতে পারে।

kalboishakhi 1.jpg

এছাড়াও, আগামী রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। সোমবার অর্থাৎ ৬ মে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

Add 1