নিজস্ব সংবাদদাতা: পুলিশের তৎপরতায় মাল বোঝাই ট্রাক অল্পের জন্যে রক্ষা পেল। দুষ্কৃতীরা ট্রাক হাইজ্যাক করে নিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হল না পুলিশের তৎপরতার কারণেই। দাসপুর পুলিশের তৎপরতায় আটক ট্রাক সহ গাড়ির চালক।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকা থেকে একটি ১৪ চাকা মালভর্তি ট্রাক হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক হয়ে দাসপুরের দিকে যেতে থাকে লরিটি। দাসপুর থানার পুলিশ খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তরুণ হাজরার তৎপরতায় একটি টিম গঠন করে।
ট্রাফিক পুলিশ ও ঘাটাল CI এর উপস্থিতিতে ট্রাকের পেছনে ধাওয়া করে দাসপুরের বকুলতলার কাছে ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় দাসপুর থানার পুলিশ। ট্রাকের পেছনে পুলিশের গাড়ি দেখেই অত্যাধিক গতি দিয়ে ট্রাক চালক ট্রাকটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের ধাওয়াতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে। তৎক্ষণাৎ দাসপুর পুলিশ সক্ষম হয় লরিটিকে আটক করতে।
আপাতত অভিযুক্ত চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে পুলিশের হাতে তাদের সার্ভিস রিভালবার আর গাড়িটিকে উদ্ধার করার দৃশ্য দেখে এবং পুলিশের তৎপরতায় কিছুটা হলেও চমকে গিয়েছিল উপস্থিত এলাকার সাধারণ মানুষ জন।