নিজস্ব সংবাদদাতা: পলাশপাই খালের উপর জোড়াসাঁকোর নিকট নবীন মানুয়া ও পলাশপাই গ্রামের সংযোগকারী কংক্রিট সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এদিন সেই কাজ ঘুরে দেখলেন আশীষ হুদাইত মহাশয়। এদিন সার্ভের কাজে উপস্থিত হন জেলা প্রকৌশলী আধিকারিক সহ পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ শ্রী আশীষ হুদাইত, জেলা পরিষদের সদস্যা শ্রীমতি প্রতিমা দোলই, দাসপুর- ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রী অলোক রঞ্জন ভূক্তা, বিশিষ্ট সমাজসেবী ও সীতাপুর সমবায় সমিতির সভাপতি শ্রী কমল মাইতি, গৌরা গ্রাম পঞ্চায়েতের শিল্প কর্মাধ্যক্ষ শ্রী অরূপ দাস ও শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী জয় কুমার পাল এবং পঞ্চায়েত সদস্য শ্রী সোমনাথ ভৌমিক মহাশয় সহ এলাকাবাসীবৃন্দ।
/anm-bengali/media/media_files/2025/04/03/Rew9JKqqBthdZt1bGHgD.jpeg)
উল্লেখ্য, আগামী নভেম্বর, ২০২৫-এ ব্রিজের কাজ শুরু হওয়ার আশ্বাস পেয়ে, দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে চলায় এলাকাবাসী অত্যন্ত খুশি বলেই জানাচ্ছেন।