পর্তুগালে 'কি অফ অনার' প্রদান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

পর্তুগালে 'কি অফ অনার' প্রদান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।

author-image
Aniket
New Update
x

 

 

নিজস্ব সংবাদদাতা: পর্তুগালে রয়েছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে ঐতিহাসিক কামারা মিউনিসিপ্যাল ​​ডি লিসবোয়া (সিটি হল) এ লিসবনের মেয়র কর্তৃক আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লিসবন সিটির "কি অফ অনার" প্রদান করা হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক কর্পস এবং ভারতীয় ও ইন্দো-পর্তুগিজ সম্প্রদায়ের প্রতিনিধি সহ লিসবনের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।