নিজস্ব সংবাদদাতা: রাম নবমী যাত্রা প্রসঙ্গে হাজারিবাগের ডেপুটি কমিশনার ন্যান্সি সহায় বলেন, "সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই যাত্রা যে রুট থেকে যাবে সেখানে ১৪৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা যাত্রার উপর ক্রমাগত নজর রাখছি।"
#WATCH | Jharkhand: Nancy Sahay, Deputy Commissioner, Hazaribagh, says, "All preparations have been made. 145 CCTV cameras have been installed on the route from which this yatra will pass... We are continuously monitoring the yatra..." pic.twitter.com/bN6NFxwS9r