নিজস্ব সংবাদদাতা: লিসবন সিটির 'কি অফ অনার' হস্তান্তর অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/04/08/BKMPcBvvzxFaACwRfisS.png)
তিনি বলেছেন, "আমরা ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি, 'বিকশিত ভারত' হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি, যা হবে মানব-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সহ একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নত সমাজ।"