নিজস্ব সংবাদদাতা: কুর্লা ফায়ার স্টেশনের বিপরীতে এলবিএস রোডে ফিনিক্স মলের ছাদে লেভেল ওয়ান আগুন লাগার খবর পাওয়া গেছে।
/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানো হয়েছে, মলটি খালি করা হয়েছে এবং বায়ুচলাচল শুরু করা হয়েছে। মুম্বাই ফায়ার ব্রিগেড এই বিষয়ে জানিয়েছেন।