ভালো চিকিৎসা পরিষেবা দিতে কেশপুর গ্রামীণ হাসপাতালের বাড়ানো হল বেড সংখ্যা

পাশাপাশি বেড সংখ্যা বাড়ানোর ও দাবি ছিল এলাকার মানুষের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-01 at 18.20.43

File Picture

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মহকুমার অন্তর্গত কেশপুর গ্রামীণ হাসপাতাল। কেশপুর ব্লকের ১৫ টি অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবার ভরসা এই হাসপাতাল। প্রথমে এখানে গুটিকয়েক বেডের সংখ্যা ছিল। পরবর্তীতে তা বাড়িয়ে ৩০ টি করা হয়। তারপরেও পর্যাপ্ত ভাবে রোগীরা পাচ্ছিল না বেড। 

পাশাপাশি হাসপাতালের পর্যাপ্ত যেই রুম এর প্রয়োজন ছিল তাও গত বছরই নতুন ভাবে তৈরি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এরপর কেশপুর এলাকার মানুষের দাবি ছিল কেশপুর হাসপাতালকে আরো ডেভলপমেন্ট করিয়ে বেশ কিছু চিকিৎসার মেশিনপত্র আনা হোক। পাশাপাশি বেড সংখ্যা বাড়ানোর ও দাবি ছিল এলাকার মানুষের।

Hospital

সেই মতোই এলাকার মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেশপুর গ্রামীন হাসপাতালের বেড সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ টি করা হল। অতিরিক্ত বেড খুব শীঘ্রই কেশপুর হাসপাতলে চালু করা হবে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ২৪ কোটি টাকা, এমনটাই জানিয়েছেন নবান্ন।

যত দ্রুত এই বেড উন্নতিকরণ হবে, তত তাড়াতাড়ি কেশপুর এলাকার মানুষ আরো ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

government hospital .jpg