নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ শিশু মেলায় শাসক দলের কাটমানি বন্ধ হোক, শিশু মেলাকে সামনে রেখে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে, একাধিক দাবি নিয়ে ঘাটাল শহর জুড়ে পোস্টার দিল বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়কের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাটাল শহর জুড়ে পোস্টার দেওয়া হয়। পোস্টারে লেখা রয়েছে, ' দফা এক দাবী এক, ঘাটাল উৎসব ও শিশু মেলা ঘাটালবাসীর হাতে ফিরিয়ে দিন। শিশু মেলা নিয়ে রাজনীতিকরণ করছ কেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও সাংসদ জবাব দাও। ঘাটালবাসীর আবেগের মেলা ঘাটাল উৎসব ও শিশুমেলা। এই মেলাকে নিয়ে শাসক দলের কাটমানি বন্ধ হোক। ' এভাবেই ঘাটাল শহর জুড়ে নিজে হাতে পোস্টারিং করে শিশু মেলা নিয়ে শাসকদলের বিরুদ্ধে মাঠে নামলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।
যদিও শিশু মেলা নিয়ে বিজেপি বিধায়কের পোস্টারিং ও শাসকদলের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ঘাটালের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য তথা মেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক শংকর দোলই পাল্টা বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন, ''এই মুহুর্তে ঘাটালে বিজেপির কোনও ইস্যু নেই তাদের কোনো কর্মসূচীও নেই। এতো বড়ো বন্যা গেল তাতেও বিজেপিকে দেখা যায়নি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তাই তারা এখন ছুঁত খুঁজছে কোনো কিছু নিয়ে পেছনে লাগার। এভাবে শিশু মেলাকে খাটো করার কিছু নেই। এই মেলা ঘাটাল মহকুমা নই জেলা ছাড়িয়ে রাজ্যের মেলার রুপ নিয়েছে। এই মেলায় রাজনৈতিক রং নেই, দলমত নির্বিশেষে এই মেলা আয়োজন হয়। বিজেপিরও কোনো প্রধানকে হয়তো দেখা যাবে এই মেলার কোনো পদ সামলাতে। "
বুধবারই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলা সংক্রান্ত একটি প্রথম প্রস্তুতি বৈঠক হয়। সেই বৈঠকে নতুন মেলা কমিটি তৈরি হয়।সেই মেলা কমিটির সভাপতি পদ থেকে বাদ পড়েছেন মহকুমাশাসক। কমিটিতে নাম নেই সাংসদ দেবেরও। এমনকি মেলার প্রস্তুতি বৈঠকে গরহাজির ছিলেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। বৈঠক নিয়ে সাংসদ বা সাংসদ প্রতিনিধিকে জানানো হয়নি বলে সাংসদ প্রতিনিধি তরফে জানানো হয়। ওই প্রস্তুতি বৈঠককে ঘিরে ফের ঘাটালে দেব বনাম শংকর দোলই বিবাদের জোর জল্পনা হয়। যদিও শংকর দোলই সেই জল্পনা উড়িয়ে দেন।
শিশু মেলা পরিচালনার কমিটি নিয়ে অতিতেও শাসকদলের মধ্যেই চরম দ্বন্দ্ব শিরোনামে আসে। এ নিয়ে বিরোধীরা মেলাকে রাজনীতি করণের অভিযোগ তুলে। উল্লেখ্য, গত বুধবার ফের শিশু মেলার প্রস্তুতি বৈঠকে কমিটি গঠন নিয়ে দেব বনাম শংকর জল্পনা শিরোনামে আসতেই,তাকে হাতিয়ার করে আসরে বিজেপি। শিশু মেলা নিয়ে শাসকদলকে বিঁধে ঘাটালের বিজেপি বিধায়কের এই পোস্টারিং বলে জানা গিয়েছে।