বেতন বৃদ্ধির দাবিতে কুলটিতেও চলছে শ্রমিকদের ধর্মঘট

প্রায় ৫০০ শ্রমিক কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের বাইরে বসে ধর্মঘট শুরু করে এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
huiukkh

File Picture

নিজস্ব সংবাদদাতা: বেতন বৃদ্ধি সহ চাকরি নিরাপত্তা এবং অন্যান্য বিভিন্ন দাবিতে সেলের বিভিন্ন কলকারখানায় যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে সামিল হয়েছে কুলটির সেল রাইটস বা কুলটি গ্রোথ ওয়ার্কস। সোমবার সপ্তাহের শুরুর দিনে সকাল থেকেই শ্রমিকরা এখানে ধর্মঘট ডেকেছে এবং কার্যত্ব তারা একদিনের বেতন না নিয়েই এই ধর্মঘটে সামিল হয়েছে। 

প্রায় ৫০০ শ্রমিক কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের বাইরে বসে ধর্মঘট শুরু করে এদিন। শ্রমিকদের দাবি কেন্দ্র সরকারের ওয়েজেস অনুযায়ী তারা বেতন পাচ্ছেন না। যেখানে দুর্গাপুর এবং বার্নপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছে সেখানে একই সংস্থায় কাজ করা সত্ত্বেও কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়নি। কার্যত রাজ্য সরকারের নিয়মমাফিক তারা এখানে বেতন পাচ্ছেন যা প্রায় কেন্দ্রের বেতনের অর্ধেক। সেই কারণেই এই ধর্মঘট এবং আগামী দিনে বেতন বৃদ্ধি না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে শ্রমিকরা যাবেন এমনও হুঁশিয়ারি দিয়েছেন। 

একদিনের এই ধর্মঘটে অনেকটাই উৎপাদনে ঘাটতি হবে সেলের বিভিন্ন কারখানায়। কুলটি সেল ওয়ার্কসের পাশাপাশি বার্নপুর কারখানা এবং দুর্গাপুরের ডিএসপি কারখানাতেও এদিন ধর্মঘট চলছে।