বাদ্যযন্ত্রের বাজনা শুনিয়ে হাতি তাড়ানোর এক অভিনব উপায় চাষীদের

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-02 at 4.07.01 PM

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ক্রমাগত জঙ্গলে বেড়েই চলেছে হাতির হানা। বারবার সতর্ক করা হচ্ছে বন দফতরের তরফে। হাতির হানায়  ক্ষয়ক্ষতিও বেড়েছে জঙ্গলমহলে। কখনও বন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসে আবার কখনও ধুলা পার্টির তরফে চলছে হাতির দলকে অন্যত্র সরানোর কাজ। এবার আরো এক অভিনব উপায় দেখা গেল। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খড়গপুর ডিভিশনের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটে দেখা গেল চাষীরা নিজেরাই বাদ্যযন্ত্রের সুর বা বাজনা শুনিয়ে হাতির দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর চেষ্টা করছে যা একদমই বিরল।

elephant