নিজস্ব সংবাদদাতা: রামনবমীতে অতিরিক্ত নজরদারি জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ড্রোন ব্যবহার করা হবে। যাতে র্যালি চলার সময় কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। তাই শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ডেবরা বাজার, আষাড়ী মোড়, লোয়াদা সহ বেশ কয়েকটি এলাকায় ড্রোন উড়িয়ে পুরো এলাকা দেখে নেয় পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/04/05/kiMuSatCtntpmG6NduEA.jpeg)
ডেবরা থানার ওসি প্রনয় রায় পুলিশ বাহিনী নিয়ে এদিন এই এলাকা গুলিতে ড্রোন উড়িয়ে এলাকা গুলির ওপর নজর চালান। এছাড়াও মেদিনীপুর শহর, খড়গপুর, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা টাউন, ঘাটাল, দাসপুরেও থাকবে বাড়তি নজরদারি এমনটাই জেলা পুলিশ সূত্রে খবর।