BREAKING : ধুলিয়ান অশান্তিতে বিধায়ক আক্রান্ত! সামশেরগঞ্জে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ
মমতার নির্দেশে চুপ? সামসেরগঞ্জের পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্য
BREAKING : ফের গুলির শব্দে কেঁপে উঠল ধুলিয়ান! এবার রক্ত বন্যা
লাথি কাণ্ডে বিতর্ক! যে অফিসার লাথি মারলেন, তিনিই তদন্তকারী? উঠছে প্রশ্ন
মোদীর বাজিমাত চাল: বিধানসভা নির্বাচনের আগে এই দলের সঙ্গে জোট বেঁধে নিল বিজেপি- রাজ্যে শাসকদলের বিরুদ্ধে এবার জোট বেঁধে লড়বে বিজেপি ও এই দল- এবার কি বলা হল?
শ্মশানে মুখ থুবড়ে পড়েছে পুর পরিষেবা- দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে ভুগতে হচ্ছে শ্মশান যাত্রীদের
রেল স্টেশনের বাইরে ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণ! থমথমে এথেন্স— জানুন বিস্তারিত
"আন্দোলনের আড়ালে মাওবাদী চক্র!" চাকরি ইস্যুতে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল বিধায়কের
'পথে থেকেই পথ খোঁজার চেষ্টা'— শিক্ষা মন্ত্রীর আশ্বাসের পরেও অবস্থানে অনর চাকরিহারারা!

গজরাজের আগমণে শেষ ফসল, রাস্তা অবরোধ স্থানীয়দের

হাতির পাল নামলে আবারও অবরোধ বিক্ষোভে সামিল হবেন তারা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-05 at 16.07.32

File Picture

নিজস্ব সংবাদদাতা: দু'দিন ধরে ব্যাপক ক্ষতি করেছে হাতির পাল। বিঘার পর বিঘা জমির ধান নষ্ট। কাঁচা অবস্থায় অনেকে বাড়িতে তুলে নিতে বাধ্য হচ্ছেন। হাতির পালকে সরাতে কোনও ব্যবস্থা না নেওয়া এবং জমিতে হাতি নামলে দেখা না মেলার অভিযোগ বনদপ্তরের বিরুদ্ধে। 

এমনই নানা অভিযোগ তুলে শনিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মেদিনীপুর সদরের চাঁদড়া ও দেপাড়া এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। পরে বনকর্তার আশ্বাসে অবরোধ ওঠে। তবে হুঁশিয়ারি দিয়েছেন, ফের জমিতে হাতির পাল নামলে আবারও অবরোধ বিক্ষোভে সামিল হবেন তারা। 

WhatsApp Image 2025-04-05 at 16.07.31

বনদপ্তর থেকে জানা গিয়েছে, প্রায় ৫০ টি হাতির একটি পাল ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর সদরে প্রবেশ করে বৃহস্পতিবার ভোরে। সন্ধ্যায় হাতির পালটি দেপাড়া ও চাঁদড়া এলাকায় কৃষি জমিতে নেমে পড়ে। পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয় বিঘার পর বিঘা জমির ধান সহ অন্যান্য ফসল। পরে হাতির পালটিকে ফের জঙ্গলে ফেরত পাঠায় স্থানীয় বাসিন্দা ও মশাল টিম। 

শুক্রবার হাতির দল পিড়াকাটা এলাকার দিকে চলে গেলেও গভীর রাতে পুনরায় চাঁদড়া এলাকার কৃষি জমিতে নেমে পড়ে। তারপরই ক্ষোভ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, পরিকল্পনা করে বিট অফিসার সহ মশাল টিম চাঁদড়া ও দেপাড়ার কৃষি জমিতে এনে ছেড়ে দিচ্ছে। তাতে ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক কৃষক আবার হাতির পালের উপস্থিতি জেনে আধ পাকা অবস্থায় ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আর এদিন এই সব নিয়েই অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।