চৈত্রের ঝড়ে তছনছ বাংলা! কালবৈশাখীর দাপটে কাঁপছে দক্ষিণবঙ্গ, কমলা সতর্কতা জারি
চৈত্রের শেষে বসন্তের আমেজ, ১৭ ডিগ্রিতে নামবে তাপমাত্রা— বড় রিপোর্ট এলো আবহাওয়ার
ওয়াকফ বিলের প্রতিবাদে সংখ্যালঘু তাণ্ডবে জ্বলছে মুর্শিদাবাদের ধুলিয়ান, স্থানীয়র ভয় মাখা বার্তা গায়ে কাটা দেবে আপনারও
চারিদিকে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, মুর্শিদাবাদের সংখ্যালঘুদের তাণ্ডবের দৃশ্য মনে ভয় ধরাবে- দেখুন একবার সকালের দৃশ্য
মমতা বন্দ্যোপাধ্যায় কেবল এই বিক্ষোভগুলিকেই অনুমোদন দিচ্ছেন না - তিনি সক্রিয়ভাবে তাদের উৎসাহিত করছেন- বিরাট অভিযোগ মমতার দিকে
তাহাব্বুর রানার ভারতে প্রত্যর্পণ প্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবার কি বললেন?
বিজেপির রাজ্যে আসার কোনও সম্ভাবনা নেই, সোজা জানিয়ে দেওয়া হল
হনুমান জয়ন্তীতে বিশেষ সাজে মহাকাল- পুণ্যার্থীদের জন্য বিশেষ আরতি, মহাকালের আশীর্বাদ পেতে দেখুন এই আরতি
এই তিন রাশির জীবনে আসতে চলেছে বিপুল টাকা ! দেখে নিন আজকের রাশিফল

চরম সৌভাগ্য ৪ রাশির, শুধু টাকা আর টাকা

জেনে নিন রাশিফল।

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিনটি? জেনে নিন-

সিংহ: নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। ব্যবসায় পরিশ্রম বেশি হবে। আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। খরচ বাড়বে। সঞ্চিত তহবিল হ্রাস পেতে পারে। রাগের মুহূর্ত এবং তৃপ্তির মুহূর্ত থাকবে। পড়াশোনায় আগ্রহী হবেন। পারিবারিক জীবন সুখের হবে। জীবনযাপন কঠিন হবে। মায়ের সঙ্গে আদর্শগত পার্থক্য দেখা দিতে পারে।

কন্যা: ধৈর্য ধরুন। অপ্রয়োজনীয় রাগ এবং তর্ক এড়িয়ে চলুন। লেখালেখি-বুদ্ধিবৃত্তিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। মায়ের পরিবারের কোনও মহিলার কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মন খারাপ হতে পারে। ভাইবোনের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। ভাইদের সঙ্গে আদর্শগত মতপার্থক্য হতে পারে।

এক্সাসদ

তুলা: আত্মসংযমী থাকুন। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্য কোথাও যেতে হতে পারে। পারিবারিক সুখ কমে যেতে পারে। কাজের দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। জীবনে আনন্দ বাড়বে। অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পাবে। লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হবে। 

বৃশ্চিক: মন খুশি থাকবে। অ্যাকাডেমিক ও গবেষণামূলক কাজে সাফল্য পাবেন। অনেক পরিশ্রম হবে। খরচ বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। রাগের মুহূর্ত এবং তৃপ্তির মুহূর্ত থাকবে। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। বন্ধুদের সাহায্যে আয়ের উৎস বাড়বে।