নিজস্ব সংবাদদাতা: রবিবার রয়েছে রামনবমী। তবে তার আগেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল রামনবমীর শোভাযাত্রা। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বিজেপি সমর্থিত রামনবমী উদযাপন কমিটির রামনবমী শোভাযাত্রায় এদিন উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিলের সামনের সারিতে থেকে এদিন রামনবমীর মিছিলকে নেতৃত্ব দেন বিজেপি নেতা।
/anm-bengali/media/media_files/2025/04/05/b5898233e-471958.png)