চার চাকার ভেতর ট্রলি ব্যাগে লুকিয়ে গাঁজা পাচার! প্রায় ৭৫ কেজি উদ্ধার

কতজন ধরা পড়ল?

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover-19

হরি ঘোষ, দুর্গাপুর: মাদক পাচার রুখে দিল পুলিশ। বাজেয়াপ্ত চার চাকা গাড়ি সহ ৭৫ কেজি গাঁজা। গ্রেপ্তার চার। মাদক মামলা দায়ের করে ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ। ধৃতরা দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল, মুর্শিদাবাদের রাণীনগরের আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ। 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি সাদা রংয়ের চার চাকার গাড়ি দুর্গাপুরের গ্যামন ব্রিজের দিক থেকে রাতুড়িয়া অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাচ্ছিল।  গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ওই রাস্তার মাঝেই নাকা চেকিং শুরু করে। আটকানো হয় সাদা রঙের গাড়িটি। গাড়ির ভেতর তখন চালকসহ চারজন ছিল। ডিকি খুলেই দেখেন টলি ব্যাগ আর তিনটি কালো ব্যাগ। সেগুলি খুলতেই পুলিশের চোখ কপালে ওঠে। ছিল বিপুল পরিমাণ গাঁজা। তৎক্ষণাৎ গাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৭৫ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। 

সূত্রের খবর, মুর্শিদাবাদের রাণীনগরের তিনজন ওড়িশার বারপল্লী থেকে ট্রেনে চেপে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে এসেছিল। তারপর সেখান থেকে বেনাচিতির রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল চার চাকার গাড়ি নিয়ে আসে এবং সেই গাঁজা কিনে চার চাকার গাড়িতে করে চারজনে মিলেই রাতুড়িয়া অঙ্গদপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল। সেখানেই পাচারের কথা ছিল। তার আগেই তারা ধরা পড়ে যায়। ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয় ১০ দিনের পুলিশে হেফাজত চেয়ে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই নিয়েও তদন্তের গতি আনা হবে।