চাকরি বাতিলের জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল সরকার ! এবার চাকরি বাতিল প্রসঙ্গে বড় দাবি করলেন মিঠুন চক্রবর্তী
হিন্দুত্ব এবং বালাসাহেব ঠাকরের আদর্শ ছেড়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে ! কেন এমন দাবি করলেন একনাথ শিন্ডে ?
সারা রাজ্যের মতো ঝাড়গ্রামেও প্রায় ৫২৭ জন শিক্ষাকর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি প্রার্থীর চাকরি বাতিল!
'বুদ্ধ ভূমি' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে 'ত্রিপিটক' তুলে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা
"সুপ্রিম" রায়! দুর্গাপুরে ১২ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল! প্রধান শিক্ষকের মাথায় হাত
প্রধানমন্ত্রী মোদির থাইল্যান্ড সফরে উচ্ছসিত থাইল্যান্ড ! প্রকাশিত হল রামায়ণ ভিত্তিক বিশেষ ডাকটিকিট
রাজ্য সফরে আসবেন মোদি ! জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, দেখুন বড় খবর
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া! মোদীর ছবি পুড়িয়ে প্রতিবাদ
এই জেলায় ২ শিক্ষকের চাকরি গেল! পরিবার নিয়ে কি করবেন? চিন্তা শুরু

ব্যাঙ্ক পরিচালন কমিটির নির্বাচনে ধুন্ধুমার, তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি!

কাঁথি থানার পুলিশ মোতায়ন রয়েছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
samabai 1

File Picture

নিজস্ব সংবাদদাতা, কাঁথি, পূর্ব মেদিনীপুর: কাঁথি এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি'র ভোট ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের উওেজনা। শনিবার সকাল ৯ টা নাগাদ কাঁথি এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি'র ভোট প্রক্রিয়া শুরু হয়। সকাল ১০টার পর তৃণমূল ও বিজেপি সমর্থিত কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। অগ্নিগর্ভ হওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল ও বিজেপি কর্মীর সমর্থকদের হটিয়ে দেয় পুলিশ। 

জানা গেছে, শনিবার কাঁথি এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি'র ভোট শুরু হয়। কাঁথি শহরে জাতীয় বিদ্যালয়ে ভোট দিতে যান ভোটাররা। বিদ্যালয়ের সংলগ্ন তৃণমূল ও বিজেপি'র অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। তৃণমূল ক্যাম্পে এসে কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস দলাই সহ বিজেপি নেতৃত্বরা ভোটারদের বাধা দেন ও তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ নায়ক সহ তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। 

তৃণমূল কর্মী সমর্থক তার প্রতিবাদ করেন। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল নেতৃত্বরা ভোটারদের স্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে। কাঁথি থানার বিশাল পুলিশ মোতায়ন রয়েছে। 

samabai 2

বিজেপি নেতৃত্বদের অভিযোগ, কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি সামনে দাঁড়িয়ে থেকেই ভোট লুট করার জন্য হামলা চালিয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। তাঁর দাবি, “চোরের মায়ের বড় গলা। জনগণ নেই, জনসমর্থন নেই। পিঠ বাঁচানোর জন্যই শুভেন্দুবাবুর মান সম্মান বাঁচাতে হবে। তার অনুগামীরা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে। মানুষ সুষ্ঠু ভাবে ভোট দিচ্ছে”। 

কাঁথি শহরের যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ নায়ক বলেন, “সকাল থেকে সুষ্ঠু ভাবে ভোট চলছিল। কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস দলাই আমাদের ক্যাম্পে এসে ভোটারদের বাধা দেন। গালিগালাজ শুরু করেন। আর তাতেই তৃণমূল কর্মী সমর্থক প্রতিরোধ গড়ে তোলে”।

অন্যদিকে, কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও তার দলবলের বিরুদ্ধে ভোট লুঠ ও হামলা চালানো অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্বরা। এই প্রসঙ্গে তাপস দলাইও তৃণমূলের বিরুদ্ধেই সুর চড়ান।