নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরকে কেন্দ্র করে যথেষ্ট উচ্ছসিত হয়ে রয়েছেন থাইল্যান্ডের মানুষ। আজ 'বুদ্ধ ভূমি' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে, 'ত্রিপিটক' তুলে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা। অত্যন্ত আন্তরিকতার সাথেই তা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
/anm-bengali/media/media_files/1Mt6rAbSdKekWwtx3359.jpg)
তিনি বলেন, ''গত বছর ভারত থেকে প্রেরিত ভগবান বুদ্ধের পবিত্র ধর্মাবশেষ দেখতে ৪০ লক্ষেরও বেশি মানুষ থাইল্যান্ডে এসেছিলেন। ১৯৬০ সালে গুজরাতের আরাবল্লী থেকে পাওয়া ভগবান বুদ্ধের আরও কিছু পবিত্র ধর্মাবশেষ এবার থাইল্যান্ডেও পাঠানো হবে, যাতে ভক্তরা তা দর্শন করতে পারেন।''