নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফর উপলক্ষে, আজ থাইল্যান্ড দেশের সরকার রামায়ণ ভিত্তিক, এক বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছে। থাইল্যান্ডের সংস্কৃতিতে রামায়ণের গভীর প্রভাব রয়েছে, এবং এই বিশেষ ডাকটিকিট সেই ঐতিহ্যকেই প্রতিফলিত করছে।
/anm-bengali/media/media_files/2025/04/03/YiudKcqssviLyMpvYvKz.jpeg)
প্রধানমন্ত্রী মোদির এই থাইল্যান্ড সফরের মধ্য দিয়ে, ভারত এবং থাইল্যান্ডের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।