পলাশপাই খালের উপর রাস্তা তৈরির কাজ শুরু হলো

 পলাশপাই খালের উপর রাস্তা তৈরির কাজ শুরু হলো।

author-image
Aniket
New Update
v

নিজস্ব প্রতিনিধি: দাসপুরের মহিষঘাটায় কংক্রিট ব্রিজ নির্মাণের আগে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে পলাশপাই খালের উপর রাস্তা তৈরির কাজ শুরু হলো। ব্রিজ নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর‌। উল্লেখ্য দীর্ঘ সময় ধরে ভেঙে রয়েছে মহিষঘাটা কংক্রিটের সেতুটি। এই সেতু দিয়ে একসময় বিস্তির্ণ অঞ্চলের মানুষ যাতায়াত করতেন। 

hj

পরে দুধকোমরা - খেপুত গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে জেলা সেচ দফতরের সহযোগিতায় প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হলে, সেটিও ভেঙে পড়ে। 

জানা গেছে, পলাশপাই খালের ওই অংশে নতুন একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।তারই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।আশা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করা যাবে। তবে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছা থাকলেও জমি জটে নানা সমস্যার সৃষ্টি হতে দেখা গেছে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ হোক চাইছেন সাধারণ মানুষ। এবার দেখার বিষয় আদৌও কতদিন মানুষের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়।