নেতাজিকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

'ওঁনার জন্মদিন তো পালন করি আমরা, কিন্তু ওঁনার মৃত্যুদিন আজও জানতে পারলাম না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৮তম জন্মবার্ষিকী। এদিন সকাল সকালই নেতাজিকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের ঘুরিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে আগেই বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তারপরই নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ান তিনি। এদিন ফের তিনি দাবি করেন, নেতাজি চক্রান্তের শিকার। রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন্দ্র তারপরও গোপন ফাইল প্রকাশ্যে আনেনি। তাই এদিন সেই সংক্রান্ত বিষয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী।

মূলত এদিন, হাসিমারায় সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। নেতাজি জয়ন্তীতে দেশনায়ককে শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী। তারপরই নেতাজিকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “নেতাজির তৈরি যোজনা কমিশন এখন তুলে দেওয়া হয়েছে। তবে সব ধর্মকে নিয়ে চলার কথা বলতেন নেতাজি। ধর্মনিরপেক্ষতা আমাদের সবচেয়ে বড় সম্পদ”। 

Mamata

এরপরই নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ৬৪টা ফাইল ছিল, কিন্তু কেন্দ্র কোনও ব্যবস্থা নেয়নি। ওঁনার জন্মদিন তো পালন করি আমরা, কিন্তু ওঁনার মৃত্যুদিন আজও জানতে পারলাম না। যিনি সবার কথা ভেবেছেন, সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন; তিনি যেন কোথায় হারিয়ে গেলেন। আর খুঁজেই পেলাম না। এটা আমাদের দুঃখই রয়ে গেল”।  

এদিন নেতাজির প্রসঙ্গ ছাড়াও রাজ্যের প্রকল্প গুলি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। 

publive-image