নিজস্ব সংবাদদাতা: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ জওয়ান। গরু পাচারে বাধা দিতেই জওয়ানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।
/anm-bengali/media/media_files/2025/02/14/uCkd7pu0W47VMkNGjvQL.jpg)
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়া ব্লকের কালামগছে। অভিযুক্ত পাচারকারীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও কার্তুজ। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।