নিজস্ব সংবাদদাতা: গড়বেতার আধারনয়ন বিটের শাঁখাবাঈ শাল জঙ্গলে ভয়াবহ আগুন। রাতের অন্ধকারে আগুনে পুড়ছে গোটা শাল জঙ্গল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড রেঞ্জের আঁধারনয়ন বিটের শাঁখাবাঈ এলাকায়। কিভাবে শাল জঙ্গলে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি।
/anm-bengali/media/media_files/vUTwSBbhkC4V4q2qPi7T.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)