মেয়ের দুঃখ ভুলতেই ধরনায় বসেছি! কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার বাবা-মা

ধরনায় বসলেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। পুজোর দিনগুলো ভুলতেই তাঁরা ধরনায় বসেছেন বলে জানান তাঁরা।

author-image
Tamalika Chakraborty
New Update
hmnd

নিজস্ব সংবাদদাতা: আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা এবার ধরনায় বসলেন। আগেই নির্যাতিতার বাবা-মা ধরনায় বসার কথা বলেছিলেন। সেই অনুযায়ী বাড়ির উঠোনে মঞ্চও বাঁধা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "নির্যাতিতার বাবা-মা বলেন, মেয়ের উদ্যোগেই বাড়ির পুজো শুরু হয়েছিল। সেই দিনগুলো ভুলে থাকতেই পঞ্চমী থেকে ধর্নায়।"  এই কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন আরজি করে নির্যাতিতার বাবা-মা। অন্যদিকে, পরিবারের একাধিক সদস্য ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন। 

গতকালই মহামিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিলেন অসংখ্য সাধারণ মানুষ। মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে জুনিয়র চিকিৎসকরা ইমেল পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছিল, দুটো বড় মিছিল রাস্তায় পড়বে। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হবে। এক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা মেডিক্যাল কলেজের ছয় নম্বর গেট থেকে মিছিল বের করে ধর্মতলা অনশন মঞ্চ অবধি নিয়ে আসার পরিকল্পনা নেয়। তারপরে পুলিশের অনুমতি মেলে না। পুলিশের অনুমতি না পাওয়া গেলেও জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ জড়ো হন। লম্বা মিছিল এগিয়ে যায় অনশন মঞ্চের দিকে। 

 tamacha4.jpeg