আত্মনির্ভরতা ছাপিয়ে গেল বয়সকে!

মনে যদি থাকে জোর তাহলে কোনো প্রতিবন্ধকতাই আর প্রতিবন্ধকতা থাকে না। সহজেই তা পেরিয়ে মুখ দেখা যায় সাফল্যের। এমনই দৃষ্টান্ত স্থাপন করলেন ৭০ ছুঁই ছুঁই এক প্রবীণা।

author-image
Pallabi Sanyal
New Update
্

নিজস্ব সংবাদদাতা : মনে যদি থাকে জোর তাহলে কোনো প্রতিবন্ধকতাই আর প্রতিবন্ধকতা থাকে না। সহজেই তা পেরিয়ে মুখ দেখা যায় সাফল্যের। এমনই দৃষ্টান্ত স্থাপন করলেন  ৭০ ছুঁই ছুঁই এক প্রবীণা, যিনি বেঁচে থাকার তাগিদে গড়িয়াহাটে হোটেল হিন্দুস্তান পার্কের কাছে অবস্থিত একটি খাবারের দোকান চালান। বৃদ্ধ বয়সে যেখানে বিশ্রামে থাকার কথা বৃদ্ধার, সেখানে তিনি রেঁধে বেড়ে পরিবেশন করে খাওয়াচ্ছেনঅতি স্বল্প মূল্যের বিনিময়ে। রোজ রোজ তার যে হাড়ভাঙা খাটুনি হচ্ছে তাকে কুর্ণিশ জানিয়ে ইতিমধ্যেই বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এবার আত্মনির্ভরতার উদাহরণ স্বরূপ তার কথা তুলে ধরে কুর্নিশ জানালেন বিজেপি নেতা অনুপম হাজরাও। অনুপম তার ফেসবুকে বৃদ্ধার ছবি পোস্ট করে লিখেছেন, ''এই বয়সেও নিজে খেটে উপার্জন করছেন সৎ উপায়ে। চুরি বা মানুষ ঠকিয়ে তো অন্তত নিজের পেট চালাচ্ছেন না। তাই একটা ফেসবুক পোস্ট বা শেয়ারে যদি ঠাকুমার কিছু খদ্দের বাড়ে, তো বারুক না, ক্ষতি কি?''