বিষাক্ত স্যালাইন নিয়ে এবার জারি জনস্বার্থ মামলা

চলতি সপ্তাহেই সবকটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
calcutta highcourty1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় বিষাক্ত স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এবার আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

সোমবার এ বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আদালত সূত্রের খবর, মোট তিনটি মামলা দায়েরের আর্জি ছিল। চলতি সপ্তাহেই সবকটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

WhatsApp Image 2025-01-13 at 17.47.34

এব্যাপারে আদালতে প্রধান বিচারপতি জানান, “সংবাদমাধ্যমে বিষয়টি দেখেছি। রাজ্য সরকার সম্ভবত কোনও পদক্ষেপও করছে”। মামলাকারীদের তরফে এও বলা হয়েছে, মেদিনীপুরের ঘটনার পরও বিভিন্ন সরকারি হাসপাতালে এখনও ওই স্যালাইন দেখা যাচ্ছে। এরপরই মামলা গ্রহণ করে আদালত। মূলত, এ বিষয়ে আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়ে এদিন হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

WhatsApp Image 2025-01-13 at 18.18.49