R G Kar: ৪৮ ঘণ্টা! মুখ্যমন্ত্রীর রবিবারের ডেডলাইনের আগেই পাল্টা চ্যালেঞ্জ দিল আন্দোলনকারীরা

মুখ্যমন্ত্রীর পাল্টা ডেডলাইন দিলেন এই আন্দোলনকারীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
PTI08-12-2024-000370B-0_1723513538061_1723513572434

নিজস্ব সংবাদদাতা: আর জি করের চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে মুখ্যমন্ত্রী পুলিশ বিভাগকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। পাল্টা ৪৮ ঘণ্টার ডেডলাইন দিলেন আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা।

RG Kar doctor death: Mamata Banerjee backs junior medicos, says 'will hang  accused if…' | Today News

আর জি কর মেডিক্যাল কলেজে জেনারেল বডির মিটিং হতেই আন্দোলনকারীর জানিয়ে দেন যে সিটের তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা বিচারবিভাগীয় তদন্ত চাইছেন। গতকাল রাত আড়াইটে পর্যন্ত হাসপাতালে জেনারেল যদি মিটিংয়ে ৬ দফা দাবি পেশ করে আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা জানিয়ে দেন যে ১৪ অগাস্টের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করে দিতে হবে। 

Kolkata hospital official told rape-murder victim's family she died by  suicide: Report | Latest News India - Hindustan Times

সোমবার নিহত মহিলা চিকিৎসকের বাড়ি থেকে বেরিয়ে পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা রবিবার পর্যন্ত সবাইকে ডাকব, আমাদের পুলিশ ডাকবে'।       

mamata sadq1.jpg