আরজিকর মামলার পরবর্তী শুনানি কবে? উদ্বেগজনক তথ্য পেশ করবেন ইন্দিরা জয়সিং

সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের অনশনের প্রেক্ষিতে ধর্ষণ ও খুনের ঘটনার গুরুত্ব সহকারে শুনানির জন্য সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের আর্জি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : জুনিয়র চিকিৎসকদের অনশনের কারণে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে পরিস্থিতি খুব উদ্বেগজনক হয়ে উঠেছে। এই বিষয়ে সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আর্জি জানিয়েছেন যে, আগামিকাল মঙ্গলবার এই মামলাটি গুরুত্ব সহকারে শোনা হোক।

publive-image

৩০ সেপ্টেম্বরের শুনানির পর, প্রধান বিচারপতি ১৫ অক্টোবরের জন্য পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। পূর্ববর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট সিবিআইকে জানতে চেয়েছিল, তদন্তের অগ্রগতি কী অবস্থায় আছে। প্রধান বিচারপতি সিবিআইকে একটি 'স্ট্যাটাস রিপোর্ট' জমা দিতে নির্দেশ দেন এবং তদন্তের অধীনে কারা রয়েছেন, সেই নামের তালিকা আদালতে জমা দিতে বলেন।

Protest

রাজ্যের আইনজীবী জানান, ইতিমধ্যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। প্রধান বিচারপতি জানতে চান, সেই পাঁচজন কারা। রাজ্যের তরফ থেকে আশ্বস্ত করা হয় যে, সিবিআই তালিকা দিলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, প্রধান বিচারপতি রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করেন। সুপ্রিম কোর্ট জানায়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানো ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করতে হবে। এই বিষয়েও আগামী শুনানিতে আলোচনা হবে।