নিজস্ব সংবাদদাতা : চৈত্র মাসের শেষেও কলকাতায় যেন হালকা শীতের আমেজ। আজ শহরের তাপমাত্রা একটু কমেই থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
/anm-bengali/media/media_files/2024/10/22/BrQH0Q7KlMcX4H0M0sCQ.jpg)
এই সময়ে সাধারণত শহরে গরম পড়ে যায়, কিন্তু চলতি বছরে কালবৈশাখীর জন্য আবহাওয়া অনেকটাই ঠান্ডা ও আরামদায়ক হয়ে উঠেছে। সকালে-মাঝে মাঝে রোদের দেখা মিললেও, বাতাসে একটা ঠান্ডা ভাব রয়েছে। বিকেলের দিকে হালকা মেঘলা হতে পারে আকাশ, এমনকি কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। সব মিলিয়ে, আজকের কলকাতা শহরটা থাকবে বেশ মিষ্টি আবহাওয়ার চাদরে মোড়া, না খুব গরম, না খুব ঠান্ডা, একেবারে যেন বসন্তের ছোঁয়া!