নিজস্ব সংবাদদাতা : চৈত্রের শেষেও স্বস্তির নিশ্বাস নেই। একদিকে গরম, অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর কালবৈশাখীর দাপটে তছনছ হতে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে।
/anm-bengali/media/post_banners/0GoulTKsJGQWFhq8MqEF.jpg)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাত ও কালবৈশাখী। জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। অন্য জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া, উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়া বইবে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টায়।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
আগামীকালকেও একই চিত্র থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় আগামীকাল থাকবে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা। হাওয়া বইবে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে হালকা-মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।