নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকাকালীনও আরজিকর মামলা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শুনতে পারবে কি না, তা ঠিক করবে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতিই সেই সিদ্ধান্ত নেবেন। এই বলে আরজি কর মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলা একক বেঞ্চ শুনবে কি না তা স্পষ্ট করতে পরিবারকে উপযুক্ত বেঞ্চে যেতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও মামলা তিনি নিজের কাছেই রেখেছেন। ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়, তা আগামী ১৫ জানুয়ারি জানাতে হবে একক বেঞ্চে।
এদিন শুনানির শুরুতে তিলোত্তমার পরিবারের তরফে আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, “আমরা সিবিআই তদন্ত চাইনি ডিভিশন বেঞ্চে। স্বচ্ছ তদন্তের কথা বলছি”। সিবিআই-এর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। সেখানে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে”।
এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দু’পক্ষের কথা শুনে আরজিকরের তরুণীর মা-বাবা কে বলেন, “ডিভিশন বেঞ্চে যান। তারা যদি স্পষ্ট করে এই বেঞ্চ শুনতে পারে আমার কোনও আপত্তি নেই। নাহলে ভবিষ্যতে আপনারাই বিপদে পড়তে পারেন”।