BREAKING : চার মাসেও অধরা বিচার : ত্রিফলা কর্মসূচিতে জেপিডি-র ৩ দল

আরজিকল কাণ্ডে সিবিআইয়ের নিস্ক্রিয়তার প্রতিবাদে ত্রিফলা কর্মসূচিতে পথে নেমেছে জেপিডি, সিবিআই ও মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে তদন্তের স্বচ্ছতা দাবি করছে চিকিৎসকরা।

author-image
Debapriya Sarkar
New Update
Junior doctors

নিজস্ব সংবাদদাতা : চিকিৎসকদের পক্ষ থেকে আরজিকল কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। এই প্রতিবাদে এবার ত্রিফলা কর্মসূচির অংশ হিসেবে পথে নামল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস (JPD)-এর তিনটি দল। আন্দোলনকারীরা সিবিআইয়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে কেন এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়নি। এ বিষয়ে JPD-এর পক্ষ থেকে সিবিআই এর ডাইরেক্টরকে একটি চিঠি পাঠানো হয়েছে।

junior doctors rally

এছাড়া, চিকিৎসকরা নবান্নে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং তদন্তে সন্দীপের বিরুদ্ধে কেন এনওসি দেওয়া হচ্ছে না, তা জানতে চেয়ে মুখ্য সচিবকে একটি ইমেইল পাঠিয়েছেন।

rg kar statue

চিকিৎসকদের অভিযোগ, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটার চার মাস পরেও আরজিকল কাণ্ডে কোনো কার্যকরী বিচার হয়নি, যার ফলে ক্ষোভ আরও বেড়েছে। এ কারণে ফের পথে নেমেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, যারা দ্রুত বিচার প্রার্থনা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।