নিজস্ব সংবাদদাতা : অনুমতি না মেলার পরেও যাদবপুর ইউনিভার্সিটিতে রাম নবমী পালন করেই ছাড়লেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তবে এবার এই অনুমতি না মেলার বিষয়েই বড় প্রশ্ন তুলে দিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও অধ্যাপক বুদ্ধদেব সাউ।
/anm-bengali/media/media_files/2025/04/06/a75M9fyUKfgB04hlTpl7.jpeg)
তিনি বলেন, "যদি উপাচার্য না থাকেন, তাহলে অনুমতি যারা দিলোনা তারা কারা ? এই সিদ্ধান্তটাই বা নিল কে ? আমি নিজে দুর্গাপুজো, সরস্বতীপুজোতেও অংশ নিই। আজ ছাত্ররা ডাকায় আমি এসেছি। আমার প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কেন রাম নবমীর অনুমতি দিল না ?"