নিজস্ব সংবাদদাতা: বৃষ, মিথুন, কর্কট, তুলা রাশির আজকের দিন কেমন যাবে, জানুন-
বৃষ রাশিঃ পেটের সমস্যা বাড়তে পারে। শারীরিক রোগের চাপ বাড়বে। সন্তানের বাজে কাজের জন্য মানসিক চাপ। শত্রুর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা। বাবামায়ের জন্য চিকিৎসার খরচ বাড়বে। ব্যবসা। বিনিয়োগ বাড়াতে পারেন।
/anm-bengali/media/media_files/sZI1GOd2CncrK04CC07V.jpg)
মিথুন রাশিঃ আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব ভাল। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে। আজ সকালের দিকে আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় লোভের পরিমাণ ঠিক রাখতে হবে।
কর্কট রাশিঃ প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। বাড়িতে নতুন কিছু কেনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। নাকে ব্যথা হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।
তুলা রাশিঃ আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারবেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবে। কোনও কারনে আইনি পরামর্শ নিতে হতে পারে।