এই স্কুলে একযোগে ১৩ জন শিক্ষকের চাকরি বাতিল! বিপাকে স্কুল কর্তৃপক্ষ

পড়াশোনা হবে কি করে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-03 at 7.40.10 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ময়নার বলাইপণ্ডা এলাকার ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ গার্লস স্কুলের মোট ছাত্রী সংখ্যা ১৭০০। শিক্ষক-শিক্ষিকা ও সহশিক্ষক মিলে মোট ৩৩ জন। শূন্যপদ ছিল ১০টি। আজ সুপ্রিম কোর্টের রায়ের পর ১৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ মন্ডল। প্রধান শিক্ষিকা বলেন, "আমাদের স্কুলের ছাত্রীদের সংখ্যা অনেক। একযোগে এত জন শিক্ষকের চাকরি চলে গেলে আমরা স্কুল চালাব কি করে? এতগুলো ক্লাস নেব কি করে?" চিন্তিত স্কুল কর্তৃপক্ষ।

moynaschool